ছদ্মনামে  ঃ  কবি  শতদল


রজনীগন্ধা  জুঁই  চামেলী
অতসী  অপরাজিতা  বেলি
টগর  শেফালি
কৃষ্ণচূড়া  পলাশ  শিমুল
গোলাপ  বকুল
ফোটে  আরও  কত  
রঙ  বাহারী  ফুল  ৷
সবার  চরিত্র এক  নয়
সবার  গন্ধ  এক  নয়
কিন্তু  ওরা  যে  ফুল
মানুষের  মাঝেও
আছে  সাঁওতালি  নেপালী
আছে  গাঢোয়ালী  বাঙালী
আছে  মৈথেলি  তামিল
সবার  চরিত্র  এক  নয়
নয়  কারো  সাথে  মিল    
কিন্তু  মানুষেরা  করে  যে ভুল
একে  অপরের  রূপ  রসে
কেউ  কালো  
কেউ  ফর্সা  
করে  ঈষা  ৷