ছদ্মনামে  ঃ  কবি  শতদল  ঃ

ফুল  ফোটে
ফুল  যায়  ঝোরে
ফুল যায়  মরে
আবারও  ফুল  ফোটে
আবারও  ফুল  যায়  ঝোরে
আবারও  ফুল  যায়  মরে
কিন্তু,  ফুলের  কদর
যায়  না   গো  পড়ে  ৷
এ  জগতে  মানুষও  সুন্দরের  পুজারি
মানুষও  ফুলের  ভক্ত
মরসুমি  ফুলের  সৌন্দর্য্য   ভোগী  ৷
কিন্তু ,  মানুষের  কদর
আজ  কমতে  বসেছে
মানুষ  নিজেরাই  নিজেদের  ধ্বংস  করছে
মানুষ  নিজেদের  সৌন্দর্য্যকে  ধূলিসাৎ  করছে
মানুষও  ইশ্বরের  সৃষ্ট  সুন্দর  জীব  ৷


ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
        ১৪ই  জানুয়ারী, ২০১৮