ছদ্মনামে ঃ  কবি  শতদল


কাঁটা  তারের  ওপারে
বাংলাদেশ  আর  পাকিস্তান
একদা  যা  ছিল
তথা  কথিত  " হিন্দুস্থান " ৷
জাত  ধর্মের  কপট  খেলায়
ভেঙ্গে  ভেঙ্গে  হয়েছে
আজ  সব  খান  খান ৷
স্বভূমি  ফেলে  আসা  মানুষেরা
আজ  কেউ  কেউ  হয়েছেন  উদ্বাস্তু
তথাপি  রয়েছে  ওদের  কাছে
পূর্বপুরুষের  স্মৃতি  আর
ভিটে  মাটির  টান  ৷
সাতচল্লিশ   আর  একাত্তরের  পর
কাঁটা  তারের  ওপারে
নেই  তাদের  ভিটে মাটি
নেই  অনেকের  আত্মীয়  পরিজন
সবই  ছন্নছাড়া  রাতা রাতি  ৷
মনকে  যে  বোঝাতে  পারছি  না
একথা  আগাগোড়া
সীমান্তে  যে  বসেছে  
কাঁটা  তারের  বেড়া  ৷


ব্যারাকপুর, কোলকাতা, পঃ বঃ  ,  ভারত
     ১২ই  জুন ,  ২০১৭