ছদ্মনামে  ঃ  কবি  শতদল


আমরা  চিড়িয়াখানায়  আছি
খাঁচার  বানর
তোমরা  আমাদের  দেখতে  আসো
রোজ  রোজ  নিয়ে  আসো
পাকা  কলা,  ছোলা,  বাদাম
খাঁচায়  আছি  বলে  বেশ  বুঝেছি
আমাদের  কত  দাম  ৷
যখন  খাঁচার  বাইরে  ছিলাম
খাবার  জন্যে  হন্যে  হতাম
যখন  এ  বাড়ি  ও  বাড়ি
তোমাদের  ছাদে  ছুট্ তাম
দিতে  না  তো  কিছু
হাতে  করে  দেখাতে
শুধু  কচু
আর  আমাদের  করতে  বদ্ নাম  ৷


ব্যারাকপুর,  কোলকাতা, পঃবঃ,  ভারত
         ৫ই  জুলাই,  ২০১৭