নীল আকাশেতে,
আমি এক ভাসমান পাখি
ইচ্ছে হলো,
উপর থেকে সাধের জগৎটাকে
একটু দেখি ৷
খুঁজে দেখি সবুজ পহাড়,
বৃহৎ নদী,
দেখি খুঁজে
মরুভূমিতে মিষ্টি খেঁজুর গাছ
কোথায়  আছে দুখীর বাড়িতে তেঁতো নিম
খুঁজে দেখি দেখি সাদা কালো
খুঁজে দেখি বৃহৎ ক্ষুদ্র,
কোথায় হিন্দু—মুসলীম
আর খুঁজি ব্রাহ্মণ শূদ্র ৷
খুঁজে দেখি, কোথায় আছে
গভীর অরন্য
কোথায় পাবো শিখ,খৃষ্টান জৈন্য৷
যখন  আরও উপরে  উঠি
শীতলতার স্পর্শ পাই,
এবারে ভাবি, দুর ছাই
আমি কেন এসব  নিয়ে ভাবতে যাই ?
সবার  উপরে মানুষ সত্য
তাহার  উপরে  কিছু নাই
অামার আরও উপরে যাবার সাধ্য  নাই
ভাবি নেমে  যাবো নাকি ?
সন্ধা  তো গড়িয়ে এলো দেখি


শীতল হাওয়ায় কেমন  করে
নিজেকে বাইরে  রাখি ৷
ফিরে যাই গাছের কোটরে
ভর করি ডানা দুটৌরে
নিজেকে পালকে ঢাকি ৷