আমি  রূপনগরের  বাসিন্দা  
থাকে  আমার  সাথে  মধুচ্ছন্দা  
নগরের  কোনে  কোনে  
গড়ে  উঠেছে  ফাইভষ্টার  
কোথাও  গায়  পপ্ ষ্টার  
কোথাও  বাজে  মেঘ মল্লার  ৷  
রূপের  বিকি কিনির  বাজারে  
নগরেতে  পা  রাখেন  হাজারে  হাজারে  
মধুচ্ছন্দা  খুলেছে  একখানি  বিউটি  পার্লার  
চলে  আসে  এখানে  
যার  যখন  দরকার  ৷  
চলে  আসে  ব্যাচেলার  ,  
চলে  আসে  টিনেজার  
ছুটি  পায়  রবিবার    
গোঁফে  আর  চুলে  কলপ  করেন  
ব্যাঙ্কের  ম্যানেজার  ৷  
পার্লারে  আছেন  এক্সপার্ট  হেয়ার  কার্টার  
চুল  কাটান  মিষ্টার  থেকে  সুপারষ্টার    
সুন্দরী  ম্যাডামেরা  কাটান  বয়কার্ট  
কেউ  আবার  কাটান  স্টেপকার্ট  ৷
সংসার  ফেলে  রমনীরা  চলে  আসেন  চট্ পট্  
চুলেতে  বেঁধে  নেন  টপনট্  
লাগে  যে  ভালো  তাদের  বেশ  ফুটফুটে  
স্বামী  যে  বেজায়  তাদের  খিট্  খিঁটে  ৷  
রূপনগরের  গাড়ি  পার্কের  স্থানে  স্থানে  
ভরে  গেছে  টয়েটা  আর  লিমুজিনে  
কেউ  যাবেন  মিউজিক  কর্ণার  
কেউ  যাবেন  আইসক্রীম  পার্লার  ৷  
কারো  কানে  বাজে  4G মোবাইল  
কেউ  ব্র্যন্ডেড  পারফিউমে  
গন্ধ  ছড়াচ্ছে  স্মাইল      
জানিয়ে  যান  তাদের  রূপের  বহর    
এসেছেন  তাই  ওরা  স্বাধের "রূপনগর"  ৷