কোমড়ে  দড়ি  বেঁধে  
নিয়ে  চলেছে  জল্লাদ  
ঐ  লোকটাকে  
স্ত্রী  খুনের  আসামী  
নাম   তার  প্রহ্লাদ  ৷  
আজ  আদালত  চত্বরে  এসেছে  
অনেক  লোক  
হবে  আজ  সাজা  দেওয়ার  শুনানী  
প্রহ্লাদের  নেই  আজ  
ঊর্ধবমুখী  চাহনী  ৷  
আদালতের  অভ্যন্তরে  
চলছে  তখন  বাদ  বিতন্ডা  
বাদী—বিবাদী  পক্ষ্যের  উকিলেরা  
ছাড়ছে  যুক্তি তর্ক  গন্ডা  গন্ডা ৷  
এত  লোকের  মাঝে  
জর্জ সাহেব  বসে  আছেন কেদারায়  
আজ  দেবেন  এই  মামলার  রায়  
আর  রয়েছে  এই  মামলার  যিনি  
স্ত্রী  খুনের  আসামী  
খোঁচা  খোঁচা  দাড়ি  মুখে   প্রহ্লাদ  ৷  
আজ  মঙ্গলবার  দিনটা  
ঘড়িতে  তখন  বাজে    
বিকাল  সাড়ে  তিনটা  
সকলের  মুখ  জর্জ  সাহেবের  দিকে  
প্রহ্লাদের  মুখ  লাগছে  বেশ  ফ্যাঁকাশে ফিঁকে  
সমস্ত  দিক  বিবেচনা  করে  
এই  আদালত  প্রহ্লাদকে  দিল  
"ফাঁসির  সাজা  "  
যখন  জর্জ  সাহেব  সাজা  শোনায়  
প্রহ্লাদের  আত্মীয়  স্বজন  তখন  
ভেঙ্গে  পড়ে  গভীর  কান্নায়  ৷