পৃথিবীটা  গোলাকার  
যাকে  দেখি  
সে  বেকার  
সেও  খাঁটি  নয়, মেকী  ৷  
আবারও  সামনে  তাকাই  
হয়তো,  তুমিও  যদি  ?  
হও  ভালো  
না,  হওনা  কেন  তুমি  কালো  
তাহলেও  চলবে  
জানি  না  
তুমিও  কি  একই  কথা  বলবে  
এভাবেই  খুঁজতে  খুঁজতে  
শেষ  হয়ে  যাবে  জীবনটা  
তাহলে  পাবো  কোথায়  খাঁটি  ?  
আরে  দূর—
খুঁজছো  তুমি  বেকার    
কেন  খুঁজছো  দিবারাতি  ?  
আগে  তুমি  ঠিক  করো  
নিজের  মনটা  
তবেই  খুঁজে  পাবে  খাঁটি  ৷