লাগছে  লাগছে  লাগছে
আজ  আশ্চর্য  লাগছে  ৷
আকাশ  ভেঙ্গে  জল  পড়ছে
মেঘ  ডাকছে  ব্যাঙ  ডাকছে  
আজ  আশ্চর্য   লাগছে  ৷
বহিছে  শীতল  হাওয়া
আঁধারের  তীক্ষ্ম  চাওয়া  
খাচ্ছে  দোলন  কৃষ্ণচূড়া
নাচছে  ময়ূর  লাগামছাড়া  
আজ  আশ্চর্য  লাগছে  ৷  
জুই  আর  বকুলের  গন্ধভরা
দিচ্ছে  ঝিলিক  নয়নতারা  
লিখছে  কবি  শিশুর  ছড়া  
ফেলছে  বারি  বসুন্ধরা  
আজ  আশ্চর্য  লাগছে  ৷  
জল  চাইছে  চাতক  
কোটরেতে  মুখ  ঢাকছে  বক  
আঁধারের  মাঝে  বিদ্যূৎ  লাগায়  ঝলক  
ঝোড়ো  হাওয়ায়  খসায়  পাখির  পালক  
আজ  আশ্চর্য  লাগছে  ৷  
বাঁজ  পড়ছে  নদী  ভরছে  
সূর্য্য  ডোবার  পালা  
চাঁদকে  মনে  হয়  সন্ধ্যা  প্রদীপ  জ্বালা
বৃষ্টি  থামতে  দেখতে  পেলাম
অনেক  তারার  মেলা  
আজ  আশ্চর্য  লাগছে  ৷