ধূলায়  মেশানো  গোধূলি  বেলা
জেগে  যায়  নিশাচরেরা
গবাদিরা  চলে  যায়  ঘরে  ফিরে  
রাখালেরা  গান  গায়  মেঠো  সুরে  ৷  
পশ্চিম  আকাশে  লাল  রেকাবি  
বিদায়  নিচ্ছে  পরিশ্রান্ত  রবি  
এখনি  নামবে  আঁধারের  ঘনঘটা  
বোঝা  যায়  দিন  রাতের  ব্যবধানটা  ৷
একফালি  চাঁদ  হাঁসে  গগনে  
ধ্রুবতারা  যে  চিন্তায়   মগনে  
রমনীরা  সন্ধ্যা  প্রদীপ  জ্বালে  
ঝি  ঝি পোকারা  গান  গায়  তালে  তালে  ৷
রাত্রি  নেমেছে  আঁধারের  হাত  ধরে  
গাইছে  খুকু  সঙ্গীত  
ইমন  কল্যান  সুরে   ৷  
কোন  নিশীথিনীর  শাড়ির  আঁচল  
ভরায়  জোনাকিরা  আলোর  নাচন  
দখিনা  বাতাস  বইছে  যখন  
দেখতে  পারি  সুখের  স্বপন  ৷