বসন্ত  আজ  জাগ্রত  দ্বারে
এসো  মোরা  বরণ  করি  তারে
আজ  নব  ফাল্গুনে
মেতে  উঠুক  রঙের  নেশা
সকলের  মনের  কোনে  কোনে  ৷
কাননে  যে  মেতেছে  আজ  পলাশ
ভ্রমরেরা  গাইছে  কোরাস
চঞ্চল  মৌমাছি  করছে  ছোটাছুটি
রঙের  নেশায়  মেতেছে  মিষ্টি  প্রজাপতি  ৷
মন  চাইছে  যেতে  কৃষ্ণচূড়ার  কাছে
পাখিরা  গান  গাইছে  এক  নব  উল্লাশে
কৌটরের  কাঠঠোকরা  
করবে  না  আর  ঝগড়া   ৷
মাছরাঙা  পাখি  উড়ে  এসে  বসে  শিমূলে
ঝরছে  শুকনো  পাতা  গাছেরই  তলে
শাখে  শাখে  ভরেছে  সোনালী  আমের  মুকুল
সৌরভ  সুধা  বিলায়  সবারে  বৃদ্ধ  বকুল  ৷
গাঙ চিলেরা  উড়ে  যায়  নীলাকাশে
ঝক  ঝক  রোদ্দুর  ওঠে  এই  মধুমাসে
এক  অজানা  আলোরণে  
বিহ্বল  হই  মোরা  
রিতুরাজ  বসন্তের  আগমনে  ৷