জীবন  সমুদ্র  আমি
ভেসে  যাওয়া  এক  শঙ্খ
বেঁচে  আমার  কাছে  আজ  
সে  এক  আতঙ্ক  ৷
যখন  এক  ঝাঁক  ঝিনুকের  মাঝে
অনেক  মানুষ  মুক্তা  খোঁজে  
তখন  আমাকে  ধরে  নেয়  হাতে  নাতে
তাদের  আশা  আমাকে  নিয়ে  যাবে  
এখান  ছেড়ে  অন্য  দুনিয়াতে  ৷  
ওদের  কাছে  আমি  কত দামি
কিন্তু  প্রানে  যে মরলাম  আমি  
ওদের  ফুঁয়ে  বেড়োবে  
আমার  শরীর  থেকে  ধ্বনি  
আমি  এটা  ভালো ভাবে  জানি
প্রতি সন্ধ্যায়  আর  প্রাতে  
সবাই  ব্যস্ত  থাকে  আমাকে  বাজাতে  
আমি  বাইরে  মৃত  
অন্তরে  যে  জীবিত  
ওদের  ফুঁয়ে  আমার দম  ফাটে  
ওদের  প্রশ্ন  করি  
তোমরা  আমাকে  কেন  নিয়ে  এলে  
তোমাদের  এই  তল্লাটে  ?