একটু  আগেও  তো  জোৎস্না  ছিল
জানিনা  সে  কোথায়  গেল  ?
আঁধার  বলে  পালাই  পালাই
পূবের  কোনে  আলোর  রোশনাই  ৷
একটু  আগেও  তো  তারারা  জ্বলছিল
মেঘেরা  তা  ঢেকে  দিল  
ঠাকুর মা  পড়ে  নেন  রামায়ণ
জননী  খুলে  দেন  বাতায়ন  ৷
একটু  আগেও  তো  বৃষ্টি  পড়ছিল  
গাছের  পাতাও  তো  নড়ছিল  
শুকনো  পাতাগুলোও  তো
খসে  খসে  পড়ছিল
কালো  মেঘেরাও  তো  
সরে  সরে  যাচ্ছিল  ৷
একটু  আগেও  তো  নদীতে  জোয়ার  ছিল  ৷
জানিনা  কখন  ভাটা  এলো  ?
লুকিয়েছে  যে  সব  তরঙ্গ
ডানা  মেলে  ঘুড়ে  বেড়ায়
নানা  রঙের  সব  বিহঙ্গ  ৷
একটু  আগেও  তো  কুঁড়ি  ফুটেছিল
জানিনা  কখন  ফুল  ফুটে  গেল  ?
সেই  ফুল  কেউ  তুলে  নেয়
পুজোর  থালায়
কখনও  বা  শোভা  পায়
কারো  কারো  গলার  মালায়  ৷


ব্যারাকপুর, প.ব.  ১২/৩/১৭  (দোল  উৎসব)