আজ  ফাগুন  দিনে
রাঙিয়ে  দিয়ে যাও
যাও ,  যাও  গো  তুমি
আজ  ফাগুন  দিনে
রাঙিয়ে  দিয়ে  যাও  ৷
বসন্তের  ঐ  পলাশ  রঙে
রঙ  মাখিয়ে  দাও
দাও  ,  দাও  গো  তুমি
আজ  ফাগুন  দিনে
রঙ  মাখিয়ে  দাও  ৷
তোমার  ঐ  কোমল  হাতের
পরশ  পেলে
আনমনাভাব  কাটিয়ে  তুলে
ছুটে  যাবো  তোমার  কাছে
আমার  সকল  বাঁধা  
হেলায়  ফেলে  ৷
রাঙিয়ে  দিয়ে  যাও
যাও, যাও  গো  তুমি
আজ  ফাগুন  দিনে
তুমি  রাঙিয়ে  দিয়ে  যাও  ৷

        "দোল  পর্ব"  লেখা  চলবে.......
ব্যারাকপুর,  উঃ ২৪—পরগনা, পঃ বঃ
          ১৩/৩/২০১৭