ছোট্ট থেকে বড় হলাম বয়স গেছে বেড়ে
এখন আর কেউ বলেনা, আমায় কথা ছেড়ে।
বুঝ‍ে গেলাম এখন কথা বলতে হবে মেপে
তানা হলে শুনতে হবে কথা গ‍্যাপে গ‍্যাপে।


আষাঢ়ের চড়ে পানি উঠেছে ডুবছে জমির ধান
কৃষকের মাথায় বাজ পড়েছে কাঁচিতে দে শান।
কাঁটতে হবে জমির ধান আনতে হবে ঘরে
রাখতে হবে শুকিয়ে সব গোলার ভেতর ভরে।


বর্ষার নতুন পানি দেখো আসছে কলকলিয়ে
আকাশটা আজ ভেঙ্গে পড়েছে সূর্য লুকিয়ে।
মেঘলা আকাশ ঘোমরা রাত চন্দ্র লুকায় তলে
মাঝে মধ‍্যে ভেসে উঠে সুযোগ খুঁজে পেলে।


হাওরেতে গান গেয়ে যায় নৌকা চালিয়ে
মনের সুখে বিচ্ছেদ গায় বৈঠা ধরিয়ে।
পাল উড়িয়ে ডিঙি নৌকা হনহনিয়ে চলে
সুরেলা কন্ঠে কোন মাঝি এমন আওয়াজ তুলে?


আমার দেশের জারি সারি ভাটিয়ালির সুর
আজ আর শুনিনা কানে হারিয়ে গেছে দূর।
পল্লী কবি জসিম উদ্দিন নেইতো হাছন রাজা
কি করে ভাবো তোমরা জীবনটা এতো সোজা।