ঢেউয়ের তালে কচুরিপানার মতো ভেসে বেড়ায়, জমা রাখা চুপিকথার ভেলা- আমি জানিনা কিভাবে বাড়ে সম্পর্কের গভীরতা সাাতের মর্ম, সম্ভ্রমের মায়া ত্যাগের পরও সঞ্চয়ে নেই মওসুমী বীজ।


আচ্ছন্নতা ঠেলে অসীমে যে বালক ওড়ায় নেশার রঙিন ঘুড়ি দক্ষিণা হাওয়ার অপোয় কাটায় বিষাদের বিকেল, অথচ প্রতিটি হিমেল বাতাসে ঝরে পড়ে বৃরে সবুজ পাতাÑ তবুও স্মৃতির চাদরে মুড়ে থাকে পরিশ্রান্ত নিদুবনে এক বাশিওয়ালা।


সেও ভাবে কতোটা ফাগুন অতিবাহিত হলে আসবে কোকিলডাকা ভোর...