হয়তো তখন আর কাঁদতে পারবো না- স্বর উঠবে না কোন অভিনেতার মতো- দুচোখ ভাসিয়ে বইয়ে দিতে পারবো না অশ্রুর বন্যা- তবুও কানায় কানায় ভিজে যাবে মনের ঐ মনিকোঠা- বুকফাটা আর্তনাদ তখন বোবাস্বরে বাতাসকে করবে ভারি- বেদনায় নীল হবে আকাশ, মাথা ফাটা খেলায় উন্মুখ হবে দেহের শিরা-উপশিরা- পাহাড়ের চৌদিকে ঝড়ে পরা ঝর্নার মতো হৃদয়ের পাশজুড়ে শুধু বেয়ে পরবে ফোটা ফোটা রক্তকণা...
চিরল দাতের সাড়িগুলো নতুন কুলে নতুন হরষে ধন্য করবে নিজেকে- পথের ধারে হয়তো দাঁড়িয়ে থাকবে আনকুরা যুবকটা। হয়তো লোকিয়ে লোকিয়ে শীষ দেবে মনে- মেঘের আড়ালে লোকিয়ে থাকা জাজ্বল্যমান সূর্যরশ্মির মতো পুরোনো সে স্মৃতিরা... প্লিজ তোরা একবারের জন্যে হলেও বলিস- সে আমাদের চেনা মানুষ। ব্যস! এতটুকুই...


[১৫ অক্টোবর ১৪]