সম্পর্কের জাল বিছানো মানে যেন দু’মনের সম্মিলিত আকাঙ্ক্ষার  যোগল পূরন- তবে কেন প্রপোজের প্রথম থেকে দ্বিতীয়তার বিশালকায় এ নিয়ম তৈয়ার হল? বুঝিনা; হায় গৃহস্ত, ‘ঘুমও যাবা মাল পাহারাও দেবা’


এক বিছানায় শুয়ার আগে বিশ্বাস আর ভরসার পাঠ মুখস্ত নয় মনস্ত লাগে ব্যস, বিশ্বযুদ্ধ ঠেকানো সম্ভব- আজকাল প্রপোজ করে বন্ধন তৈরি জাস্ট ফরমালিটি, কালেমা পড়া আক্বদই ভরসা আর বিশ্বাস তৈরিতে মরিচিকার মত...


বুড়োদের মতো মুড়িয়ে যাচ্ছি ক্রমশ- পাথুরে কিংবা কর্কশতাকে ঠিক বরফগলা পাহারের মত গলিয়ে তৈরি এ জলসীমায়- বিশ্বাসের আবরন ছিঠানো প্রত্যেকটি কাটাতার- আর শর্তখচিত সীমানা পিলারগুলো ডিঙ্গানো প্রত্যেক মর্দে খোদার নিষেধ- তবুও...


২৫ জানুয়ারি ২০১৮ঁ