হয়তো কোন এক সুন্দর বিকেল কিংবা চাঁদুয়া রজনীতে-উঠনে বসে চুল আচড়াতে ব্যস্ত সময়ে মনে পরবে ফেলে আসা স্মৃতিগুলা, আর তখনি ডাস্টবিনে ময়লাছূড়ার মতো বুকের ডানদিকে ছূড়বে একপাহাড় কালোঘৃণা... তোমার বান্ধবি হয়তো ফেলবে দীর্ঘশ্বাস তোমার কাহিনি শুনে।


অবস্থান দূরে থাকলেও জানি বারবার ঠিকই মনের ভাবনায় মোবাইল ফোনের মতো বেজে উঠবে পছন্দের সেই সেটকরা রিংটনটি।
জানি এখন এ কথাগুলো শুনে হেসে উঠবে ঠিক যেভাবে হাসতে পাড়ার ওই ঐ বোকা ছেলের প্রেম নিবেদন শুনে...


জানো; একটা আকাশ কিংবা পৃথিবী কেনার ইচ্ছা হচ্ছে- তাই আকাশের যাত্রী হতে চলেছি- মধ্যখানের দূরত্ব মেপে বলো তো আকাশটা কতো দূর...


            [২৭ নভেম্বর ১৩]