কত রাত শুইলে বিছানাটা বুঝবে শরীরে সঠিক ওজন
কতটা শ্বাস-প্রশ্বাস একত্র হলে আমি ঠিক হব তোমার মতন
কোন ভালবাসায় বুঝা যায় বলো মমতার আসল পরিমাপ
কোন উপঢৌকন-মনোরঞ্জনে থাকবে না কামনার নীল অভিশাপ
নেতিয়ে থাকা খালি প্যাকেটের দৃশ্য কতবার দেখালে বুঝা যায় আর্থিক হাল
অর্থ ছাড়া ভালবাসায় কোন গৃহ হয় বলো নির্ঝঞ্জাল
কতবার হিমেল হাওয়া বয়ে গেলে উঠে যায় দেহে শীতের কাঁপন।
আর কত রাত পোহাবার পর আসবে সুন্দর কোন জীবন- যাপন