চাঁদের হাটে বাস করি
চিনির পুতুল সেজে
বাবার উপর চেপে থাকি
রাজার রাজার নিজে।


উগাড় আছে ধানে ভরা
পুকুর ভরা মাছে
‘অলস ছেলে’ তাতে কী?
বলুক সবাই পাছে।


সবাই সবার কাজে ব্যস্ত
আমি বাপের বেটা
তালুকদার হয়ে জন্ম আমার
খাটাবে মোরে কেটা।


যায় চলে যাক ভিটে-মাটি
বেঁচে থাকুক ভাই
যার ছিল, তার চলে যাবে
আমার কিছুই নাই।
০৬ ফেব্রুয়ারি ১২