গোয়ালার ওই কাদার মতো বর্ষাকালে গাঁ,
জনপথে ঠিক পানি হলে ভাসিয়ে দিতাম না'।
সাহারার ওই ধুলোওড়ে যেন- পাতাঝরা দিনে,
কত সুখে আছি গাঁয়ে (আমার) জানে তনু-মনে।
কালে কালে নির্বাচনে নেতা খারা ঝাঁকে,
মাটি ভরাট, পাকা হবে, কত বুলি হাকে।
'উপরে সব ক্ষমতা যে আমাদের নাই দাম',
পার্সেন্টেজে থাকে তবে সরকারি সব কাম (কাজ)।
ন'শ কানিক টাকায় বলো কেমনে চালাই দারা,
পাঁচলাখ কানিক টাকা আমার- নির্বাচনে মরা।
৪/৬/১৬