পৃথিবীর সে মধ্যাকর্ষণ নিউটন চাচার মত ধরে
ফল পরেছে ভূ-তল খুশি বর্ষাকালের মেঘ-ঝরে।
ব্যথা পেলেও বেজায় খুশি ভূ-তল বাবুর মন
'পচুক গলুক আমার বুকে- করলাম আপনজন।'
দেখতে ভারী সূর্যমুখী ওই ফলের দেহ-চোখ
ভেতর হয়তো পোকার রাজ্য বাহির সোনামুখ।
পোকা আছে সে পাকা ফলে কেমনে বুঝি আগে
দেহবিদে তার বিষাক্ত দাঁত প্রাণে যেন লাগে।
প্রথম দেখায় সূর্যমুখী সেই: ফলটি কত ভাল
ভেতরে যার কষ্ঠি ভরা, গুনপোকাটিও কালো।
১৮- ০৬- ১৬