কখনো কি এমনটা মনে হয়  না যে, তোমারও কিছু দোষ ছিল 'এটা নয়তো ওটা';
হাত থেকে পরে গিয়ে ভেঙে যাওয়া কাঁচের পাত্রের মতোই যেন ভেঙে গিয়েছে আধার রাতের কথামালা, খুনসুটি, মিহি মিহি যোগল হাসির সে দীর্ঘতা- যা তুমি পরিমাপ করতে ঝিউত পাখি ডাকা শেষ রাতের আহবানী সুরে।
সময় আর পরিস্থিতি দুটোর সংমিশ্রন- ঠিক শেয়ার সিস্টেমে কম মেগাবাইটের ফাইল ট্রান্সফারের মতো খুব অল্প সময়েই হাতের দূরত্ত্ব এপিঠ থেকে ওপিঠ! কিন্তু মনিকোটার দেয়ালিকাগুলো আর মেঝে আঁকা আলপনায় একটা ধুলোও পরেনি এখনো- ঠিক রঙমঞ্চের নর্তকীদের পরিচ্ছদের মতো জলমল করে-
যৌবন না'য়ের পালে লাগা প্রথম সে হাওয়ার টানেই বিগলিত মন আজও উত্তরী সমীরণে ভাসায় গা...
৩০- জুন -১৬