ছিয়াত্তর বছরের গৌরবদীপ্ত পথচলার অবসানে আজ তুমি দূর আকাশের তারা- বিস্তৃত ভূগোল তোমার ধ্যানের মাঠ। সংগ্রাম ও বৈষম্যের বিরুদ্ধে বিপ্লবই ছিল তোমার আধুনিকতা, সুষমদৃষ্টি-বলিষ্ট প্রকাশ আর শেকড়ের সন্ধানে তুমি ছিলে পৃথিবীর আজন্ম পর্যটক;  বিপন্ন মানুষই ছিল তোমার কবিতার প্রধান উপাদান।


উনসত্তর ও সত্তরের অগ্নিঝরা দিনে ‘পূবাল হাওয়া’র সাথে তোমার ছিল গণসঙ্গীত, ‘ঐকতানে’ গেয়ে ওঠো জাগরণী গান; তারুণ্যের জয়কারে তুমি আমাদের দীপ্ত আন্দোলন; অনন্ত বিজয়ের প্রেরণা...


[০৮ ডিসেম্বর ১৩]