প্রেমের গভীরতা বুঝানো মানেই যদি হয় তোমার নামে উৎসর্গের প্রমাণ; আলো ঝলমল রঙ্গ বাহারী বিশ্বচরাচর তব বন্দনায় জপমালা আর স্তুতিতেই আমার চারপাশ_ তোমার গুণ গাওয়া আর অসীম সাগরের পানি, সামান্য এ কাকের ভেজা ঠুঁটের অনুমান মাত্র, আমি দর্শকই থাকতে চাই।


তোমায় ভালবাসি যুগ যুগ ধরে, তোমার ভালবাসা দেখি...


‍‌‌'তোমাতেই আমি আর তোমার জন্য ই সকল আয়োজন'_ ঐশিগ্রন্থে সেই বিশ্ব প্রেমিক, সে তারই কথা।