ভোরবেলাতে সূর্য উঠে আমার পাড়া গাঁয়,
সেই সুরুযের লালটি আভায় স্নান করিয়ে যায়।
পুকুরঘাটে ওযু করে নামায পড়ে বধু,
পুবের ঘরে আলতু সুরে (তখন) কুরআন পড়ে দাদু।
মক্তব পানে ছোটরা সব মাতিয়ে ছুঠে যায়,
এমন সোনার গাঁ-খানি মোর কোথায় পাবি হায়!
ধুলোমাখা শহর তোমার মাস্ক লাগাও নাকে,
মিঠে বাতাস প্রাণটি জুড়ায় (মোদের) গ্রাম্যনদীর বাঁকে।
কৃষকরা সব ভোরবেলাতে মাঠে যখন কাজে
তুমার মোবাইল ফোনটা তখন ক্রিং ক্রিং বাজে।
বেড-টিতে জাগবে যখন তোমার ঘুমের চোখ
ভাত খাইয়ে পাঠশালাতে (মোরা)পাঠাই সোনামুখ।