সময়ের কুয়াশা মুছে আজ
অন্তহীন জ্যোৎস্নার আলোয় ভিজে দুজন
আকাশের বুকে লিখে গেলাম দুজনের নাম।
কোন এক প্রহর;
নক্ষত্রের অক্ষরে অক্ষরে মহাবিশ্বের সুদূর আবিষ্টে
যদি হারিয়ে যায় দৃশ্যের দূরত্বে তোমার আমার নির্জন স্বাক্ষর
গভির নিঃশ্বাসে সেদিন তুমি শ্রান্তির আঁচল ছেয়ে থাকবে তো পাশে
আমি দুমুঠো ভ্রান্তি যদি গায়ে মেখে
নিরুদ্দেশ যাত্রার পথিক হয়ে সহস্র কালেরে করি আপন
নির্ঘুম ভোরের শিশিরে সাথে তোমায় বেঁধে,
সবুজ ঘাসের সুবাশ হয়ে সেদিন তুমি থাকবে তো পাশে
হয়তবা সেই নির্জন পথে
সমুদ্র থেকে নিঃশব্দেরা এসে ডানা মেলে ঘুমিয়ে পড়লে শেষে
মহুয়ার ফুল নিয়ে সারা গায়ে
আমি তাদের সাথে আবেশের শান্তিতে সারাটা রাত দিয় কেটে
হয়তবা আর কোনো দিন না জাগি যদি
হলুদ প্রজাপতি হয়ে
আমের বউল আর বসন্তের মাঝে
রূপালী শীত হয়ে সেদিন তুমি থাকবে তো পাশে