অনেক ঘুরেছি আমি
অনেক অজানা মানুষের ভীড়ে
পাহাড় পর্বতে ভাগীরথী নদীর পাড়ে গিয়েছি
শিমুলের ডাল থেকে অর্জুনের বনে
অনেক ঘুরেছি আমি
অনেক ঘুরেছি মালয় থেকে ভারত সাগরে ।


হৃদয়ের অনেক গভীর সৌন্দর্যে যিনি একেছেন
পৃথিবীর শিরোনামহীন কবিতায়
পাতা ঝরা বৃষ্টির দিনে বা
তুষারের প্রবল ঝড়ে আবেগী নিঃশ্বাসে গেয়েছেন সুন্দরের বানী
কানাকানি করে গেছেন যত কালের লোক
আলোক শিখা জ্বালিয়ে গেছেন তারার ভিতর
দলে দলে বলাকার মতন
আমি তাদের মাঝে ঘুরেছি
সুধেছি শত সহস্র বছর এই প্রান এই  ব্রহ্ম-লোকে
"পেয়েছ কি তবু এত সুন্দর আমার প্রিয়ের মতন"?