সে কোন রাতে দেখেছিল
কোন আলোর বানে রেখেছিল চোখ
হিঙ্গুল মেঘের মিনতি রেখে ঝরিয়েছে পালক নদির গায়ে
মেলেছিল নিশীথের গা জানি নাকি তা
পায়ে পায়ে জড়িয়ে ছিল কবে হৃদয়ের টানে
অভিমানে-বড় বেশি ঘোর অভিমানে মাটির ভিতর মাটি হয়ে
ঘাসের উপরে ঘাস রুপালী আকাশ বুনেছে তারা জানি নাকি তা


শুনেছি তবু আমি কোন কালে
অন্ধকার নিঃসাড়তার থেকে দূরে সমুদ্রের ভাষা
রুধিরের পিপাসা জাগিয়ে তুলে ডেকেছিল পথে
হৃদয়ের কথা হৃদয়ের সাথে
তুমি শুনেছ কি সেই কথা
যে ব্যাথা হৃদয়ের গভিরে রয়েছিল জমে হৃত হাওয়ার আঘাতে আঘাতে
শুনেছো কি তুমি বলেছ কি কথা প্রাণের সাথে ।