উৎসর্গ: শ্রদ্ধেয় কবি ‘মোঃ জাকির হোসেন বিপ্লব’ স্যারকে।
                      ----0----


হৃদয় নিংড়ানো ভালবাসা ও প্রাণঢালা অভিনন্দন
আজ এই শততম (কাব্য) সাফল্যে হে মহান গুণী,
মনুষ্যত্ববোধ,দেশপ্রেম,কর্মঠ, নৈতিকতার অনুশীলন
সর্বাঙ্গীন সুন্দর কাঠামো নির্মাণে শাণিত তব কবিতার বাণী।


অদম্য ইচ্ছা,কঠোর অধ্যবসায়,উদ্যমী ও বিচক্ষণতা
আত্মনির্ভরশীল,পরোপকারী,অন্যের তরে কাঁদা মন,
অন্তর্নিহিত শক্তিতে বলিয়ান অপ্রতিরোধ্য সততা
বিশ্বায়নের এ যুগে দেখিনা এমন কর্মনিষ্ঠ গুণীজন।


শিক্ষা,স্বাস্থ্যসেবা, কৃষি, তথ্য, আধুনিক প্রযুক্তি
শিল্প-কলকারখানা,আইন সর্বস্থরেই অবাদ বিচরণ,
সুক্ষ্মদর্শী, অনমনীয় নীতিবোধ, অখন্ডনীয় যুক্তি
তব কর্মে জাতী একদিন শ্রদ্ধাভরে করবে স্মরণ।


চিন্তার সীমাবদ্ধতা,জয়ের ইচ্ছা উচ্চমার্গীয় ক্ষুরধার
যা ধমানোর অপশক্তি-সাহস কোনটাই কারো নাই,
স্রষ্টার প্রতি বিশ্বাস,ধর্মভিরুতা প্রশংসার দাবীদার
এমন সফল বীর,অধিনায়ক তূলনা কোথাও নাই।


তব উপদেশ ও উৎসাহপূর্ণ লিখনীতে হই অনুপ্রাণিত
সৃজনশীল উদ্যোগে দেখি চমৎকার অমিত সম্ভাবনা,
হাসিমাখা মুখ,অনবদ্য ব্যক্তিত্ব,গৌরবের স্থিরচিত্র
শুধু আপনার জন্য হে প্রিয় কবি অন্তহীন শুভকামনা!