শ্রাবণের রাত,
চারদিকে আজ আঁধারের মেলা,
গুড়িগুড়ি জল
করে টলমল
আকাশে ভাসছে মেঘের ভেলা।
                       হচ্ছে বজ্রপাত-
দেখ দেখ চেয়ে আগুন প্রসব করে-
                      শ্রাবণের রাত!


খেয়া পারাপার,
গোধূলি লগ্নে দিয়েছে আজ ফাঁকি,
পথিকের দল
করে কোলাহল
থেকে থেকে উঠছে সদায় ডাকি।
                           হইতে ওপার-
শুন শুন ওরা ডাকছে অথচ বন্ধ আজ-
                        খেয়া পারাপার।


বইছে বাতাস,
কি জানি ঘটছে ঈশান কোনে,
শুনে শনশন
উঠছে কম্পন
গাঁয়ের শীর্ণকায় কৃষানীর মনে।
                       ঝড়ের পূর্বাভাস-
হায় হায় বিপদের সংবাদ নিয়ে আজ-
                        বইছে বাতাস।


পাখির কোলাহল,
কিচিরমিচির রব বাতাসে আসছে ভেসে,
প্রবল বর্ষণ
মেঘের গর্জন
এসব দেখে যেনে উঠছে বিদ্রূপে হেসে
                             নিয়ে দলবল-
উড়ে উড়ে ক্লান্ত ওরা ক্ষীণ প্রায় আজ-
                        পাখির কোলাহল।


আজ হবে না প্রভাত,
এই সংবাদ নিয়ে আসছে ঈশানী বাতাস,
আসছে মৃত্যুবাণ
করতে খানখান
যুদ্ধ কামান নিয়ে আজ উন্মুক্ত আকাশ।
                            প্রসারিছে কালো হাত-
দেখ দেখ চেয়ে আসছে রোজ কেয়ামত বুঝি-
                            আজ হবে না প্রভাত।
                            হায়রে শ্রাবণের রাত।