হারিয়ে আমি নীল আকাশ জুড়ে
কাব্যের সেই স্মৃতির ভীরে।
তুমি আমি এক সাথে একই পাতায়,
অজস্র স্মৃতির পুথি গাথায়।


খেয়ালী মন ভেবে বেড়ায়
রোদে মাখা বৃষ্টির ছোয়ায়।
তুমি আমি এক সাথে একই পাতায়,
অজস্র স্মৃতির গল্প মালায়।


আমার চোখে নেই ঘুম আর
জোনাকির ঐ জোৎস্না আকাঁয়।
তুমি আমি এক সাথে একই পাতায়,
অজস্র জোনাকির আলোর ছায়ায় ।


হয়ে হৃদখানী পাগলপ্রায়
ধুলো ধরা ডায়রির লিখায়।
তুমি আমি এক সাথে একই পাতায়,
অজস্র শব্দের উল্লাসের ছোঁয়ায়।


নির্ঘুম রাতখানি ভেবে শেষ
স্মৃতিপরা সবুজ খামে।
তুমি আমি এক সাথে একই পাতায়,
আকাশকে চিঠি লিখেছি।


নিয়নের আলোয় ধুলোভরা শহর
ঘুরে ঘুরে এপার ওপার।
তুমি আমি এক সাথে একই পাতায়,
ধুলোগুলো সাক্ষী হয়েছে।


অভীমানী ক্যানভাস জুড়ে
জেগে জেগে কান্নায় আবেগে।
তুমি আমি এক সাথে একই পাতায়,
মিষ্টি সেই হাসিতে হারিয়ে যাওয়ার আশায়।