জেগে উঠবে স্বপ্ন ফের কোনো ভোরে
হবে কি দেখা আবার কোনো দিনে,
কাটেনি হৃদয়ে তোমার আঁকা ছায়া
ভুলিনি তো আমি তোমার চোখের মায়া!


আসো ফিরে যাই হাতটি রেখে হাতে
তোমায় নিয়ে পাশে আপন পৃথিবীতে।


তোমার এই অভাব আমায় খুব ভাবায়
শব্দ গুলোও বাক্য কে নিঃশব্দে কাদায়,
তুমি নেই ভেবে তোমাকে খুঁজে বেড়ায়
পুরো পৃথিবী জুড়ে বন্ধু তুমি কোথায়!


আসো ফিরে যাই হাতটি রেখে হাতে
তোমায় নিয়ে পাশে পুরনো সে দিনে।


ভুলে যাবে তুমি,আমার সব কথা
আমার চোখের পানি তোমায় কাছে টানে ,
সাক্ষী হবে প্রকৃতি তবু তুমি নির্বাক
নিস্তেজ হবে এই মন, অবেলায় সারাক্ষণ!


আসো ফিরে যাই হাতটি রেখে হাতে
তোমায় নিয়ে পাশে আপন পৃথিবীতে।


দেখবো হৃদ জুড়িয়ে যেদিন যাবো ফুরিয়ে
থাকবো তখন ওপারে স্বর্গের কোনো ঘরে,
মিশবে সব মায়া আপন মেঘ ছায়ায়
ধরে রেখে আঙুল দেখবে কতটা ব্যাকুল !


আসো ফিরে যাই হাতটি রেখে হাতে
তোমায় নিয়ে পাশে পুরনো সে দিনে।