এসে তুই দুঃখীলি আমার মূর্শীদওয়ালা
নিয়ে সব ওপারে পালিয়ে গেলি ,
নিঃশব্দ জগতের মাঝে ছেড়ে প্রভু
ব্যাথার সাগরে আজ জ্বলে সব আঙ্গার ।


দুটি রুটি দুবেলায় জুটিয়ে প্রার্থনায় আমার
চাহিদার কবরে মাটি রাঙিয়ে ,
প্রার্থনা কবুলের অপেক্ষায় প্রহরক্ষনে
ব্যাথার সাগরে আজ জ্বলে সব আঙ্গার ।


মনুষত্বের কবলে নিঃশেষ প্রহরের সমাপ্তি
নিয়ে সব ওপারে পালিয়ে গেলি ,
ভ্রান্তকি তবে এ আপন অস্তিত্ব
ব্যাথার সাগরে আজ জ্বলে সব আঙ্গার ।


অপেক্ষাতে প্রহরগুলো গুটি গুটি সমাধি
দেখবো কি ওপারে ছায়া আশায় হৃদ !
প্রার্থনা কবুলের অপেক্ষায় প্রহরক্ষনে
ব্যাথার সাগরে আজ জ্বলে সব আঙ্গার ।