শিশুকাল পার করেছি দারিদ্রতার পীড়ায়
বুঝা না বুঝার এক অভিরম ধারাবাহিকতায়
কৌশর পার করা হইয়াছে আমার
পিতার বিয়োঘাত্ব বেদনায়।
যখন নিজেকে চিনতে ও বুঝতে পারা শিখলাম
তখন অনেকেরই বুড়ো আঙ্গুল ধরা থেকে
বাদ পড়েছি সময়-অসময়ে বিভিন্ন ভঙ্গিমায়।
হাজারো বাহানায় ন্যায়ে বিভিন্ন ছলনায়।
তখনও আমি ক্লান্ত হই নি?
এ নির্জন পথে বসিনি? বসতে হয়নি?


যখন যৌবনে প্রদারর্পন করিলাম
এই হোচট খেলার তামাশায় মগ্নে লিপ্ত হলাম
বুঝতে পেরেছি সমাজ জীবন বাস্তবতা নিয়ম নীতি
ছলাকৌশল ন্যায় নীতি বিধানের মত স্তম্ব
তার ভিতরে ধরা দিল প্রেম হলাম আসক্ত
তার সবার জন্যে ফাঁদে পড়ে আমি কী হলাম?
হ্যাঁ, আমার সবি হল পন্ড।
আমি জানতাম যে আমার কপালে সুখ জোটে না
তবে কেন আরেকটা কপাল লাগালাম?
মানে ইতিহাসের পাতায় আমার প্রেম আজ
নাগালহারা,  দহনের মরিচিকার এক তুলো ফুলকি


যাবে না শোনা আজ থেকে, আমার উচ্চ কন্ঠস্বর
যাবে না নিক্কন আওয়াজের কুনকুন শব্দ
আমি যাযাবর নিশিত নিশাচর
জাগিতেছি জাগব রাতের পরে রাত
হয়ত কখনো কেউ বুঝতে চাইবে
কী মানে আছে এতে এই কাব্য?


_______ প্রকাশকাল : আজ এইক্ষন
মানে ছেক্যা খাইয়া ব্যাকা।