বাড়িত নতুন কুটুমদের আগমনে তুমি মহা ব্যস্ত
ব্যস্ততায় বিভোর আপন মানুষগুলির চারিপাশ
সংগে অকেজো জঁমছে পড়া মনের কথন
অভিনয়ে নাট্যমঞ্চের না বুজা তালবাহানা
চাওয়া পাওয়াগুলো করছ বদ্ধ  হয়েছে হ্রাস।
তবে কি যা দেখছি সবি ঠিক দরে নেব?
নাকি শেষ বলেও কিছু রয়েছে?


সমাগম মগ্নে সযত্নে কথার জমাট পান্ডিত্যে
করছি ভরাট হয়ে আজ, দেউলিয়া বেশে উন্মুক্ত
শ-শ মানুষের ন-আচার অভিনয় সঙ্গপনে
তাড়িয়ে বেড়াচ্ছে আমায়, সুখ হল আজ ফুরন্ত।
সাথে ছিল কলিজাছিঁড়া বিভিন্ন কথার ডল
তখনও আমি ছিলাম নিশ্চুপ, নির্বাবনায় চিরচুপ
অনুভব করেছে, বুজিয়াছি, তখনও
তোমার মায়াবী চোখের জল করেছিল টলটল।


আমি ছুঁটছি এক পয়সের উল্টো পিঠের ঘুরনিতে
যখানে জয় করার মত পরাজয় সাধ্যেতে
ইতিহাস আমায় করবে চিরদিন পরিহাস।
তেতলাবে মন বাসনার লালিত স্বপ্ন
আমিই সেই ফোটাবিহীন দাসের তাস।


রচনাকাল: মনতিক্ত বেদনায় আজ এইক্ষন।