বাহ্! কি জৌতিময় মেঘ পেরিয়ে জোছনা
মৃদু আলোয় নগরের চারপাশ ঘেঁষে এ শহরে
একই প্রভায়, মানবের ভিন্ন ব্যস্হতায়
এক নিরলস ভঙ্গিমায়, অনন্য শোভায়
তুমি রয়েছ দন্ডিত, করছ সমুজ্জলিত
সেতো নহে আড়ঁমড়ে।


যেন হয়ে গেছ ভোর, আলো সু-মধুর
বাদ পড়েনি বিস্তৃত বাতায়ন,
ঝিঝিপোকার ছুটন্ত গুনুগুনে
উন্মুক্ত আজি রাখালীর বাঁশির সুরে
নিস্তব্দের মাঝে উচ্ছাসিত ছিল নিকেতন।

সদূর প্রান্তরেও মৃদু বাতাস বইছে
আহা কী আনন্দ চারিপাশ দেখতে!
ওগো চাঁদ, তোমার আলো করেছ আম্লান
এ গ্রহের মানব হয়ে, যাযাবর নিশাচরে
গাইছি তোমারই গুনগান।