আমার স্ফুলিংকের জ্বালাগুলো
থামেনি কখনো, হয়ত কখনো থামবেও না
আমার বাসনাসিক্ত যাচনাগুলো
হল ব্যর্থতায় রুপান্তর
এখনো আমার পথ ছাড়ে না?
জানে কিছু নেই ডেক পাতি কম্বল
সময়ের আগেই হারিয়েছি সবি
এমনকি সর্বস্ব সম্বল।
স্থলে আমার অবাধ, অনাকাঙ্কিত বিচরণ
বিড়ম্বনায় হয়েছে জিবন ধাঁচ?
এক মহা শূণ্য কুটিরে বসত আমার
ভাসনাগুলোই উইপুকা ধরা, মরমরে
তবুও করে যাচ্ছি চাষ।
ভাগ্যের কাছে হাজারো ধরা
আমি ন-আনায়, ব্যধিতে বিদ্যমান
কালো কাগজের পৃষ্টে আমার স্বপ্ন
দু:খ আমার সবে মিশে
থাকবেই যখন থাক? বহমান।