আমি দিপঙ্করের কাব্য জ্বালাইতে লিখি নাই
আমি জয়নাল আবেদীনের
দুর্ভিক্ষে আঁকা সংলাপেও নাই
আমি মুক্ত মঞ্চের হাজারো মানুষের মধ্যেও নাই
আমি ঐতিহাসিক একাকীত্বয় আর
বিষাদের ছন্দ বিলাইতে চাই।


আমি দেখেছি কখনো ভাবিনি রবিন্দ্রনাথের কবিতা
কী আছে তার মাঝে স্বর্ণ রূপা অথবা মৃত্তিকা
আমি শুনেছি বিদ্রোহী কন্ঠের সেই আবেগঝড়া গান
যে গানে তালে তাল মিলিয়েছিল বাংলার নৌ-যোয়ান।
আমি দেখেছি স্মৃতিসৌধ দেখছি শহীদ মিনার
দেখেনি তাদের যারা দিয়েছিল প্রাণ
জন্যে তোমার ও আমার।


আমি শুনেছি রক্তঝড়া শেখ মুজিবুরের ভাষন
তারই ডাকে সাহস জোগিয়েছিল বাঙ্গালী জনগণ।
আমি শুনেছি দেখিনি সেই ৪৩ এর দুর্ভিক্ষ
আমিত দেখিনি ভাষা আন্দোলন
আর ৭১ এর মুক্তিযোদ্ধ।
আমি দেখেছি কামরুল হাসানের সেই আঁকা ছবি
আমি দেখেনি কাব্যিক সাফল্য গাঁথা
জসিম উদ্দীনের মত কবি।


আমি শুনেছি রক্তঝড়া জয় জয়কার ইতিহাস
আমি দেখছি আমন তুলিতে কৃষক কৃষাণির উল্লাস


অসমাপ্ত কবিতা এক অংশ.....