রাত এখন প্রায় নিভু নিভু অবস্থায় নেতিয়ে
ভরাক্রান্ত মনে আমি এখনো জেগে আছি
শুধু সেই ফোনটার দিকে তাকিয়ে
কখন যে আসবে ফোন ওগো
শুনবো তোমার মিষ্টি মধুর কন্ঠ
যে কন্ঠে রয়েছে অসীম স্বপ্নের বেকুলিয়া মন
উদাস পাগলামির সব আয়োজন
জন্যে, শুধু তোমারই জন্য।  


ঝাপসা আলোর ফরসা ভেঙ্গে করব কলরব
আনন্দ-বেদনা, দুঃখ-দুর্দশায় চলুক না মহোৎসব
আমার তোমার পাগলামি আর ভিন্ন ভিন্ন মত  
আপন মনে সাজাচ্ছি যেন অনিশ্চিত ভবিষ্যত।
গন্তব্যহীন নিপাত নিহীত মানব জোড় আমরা হে
জানি না মগ্ন হয়ে কোথায় চলছি পথ-
তুই ই আমার এই পৃথিবীর চাওয়ার মধ্যে    
সবচেয়ে বড় পাওয়া, আমার স্বপ্নের সব।


আসুক আঘাত সবি সইব, আসুক না ওগো ঝড়
সব হারালেও আমি তোমায় করিব না-ক পর।
স্তব্দ মনে হৃদয় ক্ষনে ওগো তুমি কী শুনছ
সোনালী স্বপ্নে বেদুন মগ্নে হয়ত সেই ঘরই বুনছ।


আমার মনের সুপ্ত বাসনা সত্যিই কী হবে
জয়ী হব সেইদিন যেদিন তুমি পাশে রবে
জয় হবে আমার তোমার জয়ী হবে এই ফোন
সুখী হব চিরসুখী, তোমার কানে করিব গুন গুন।  


আমার তোমার অনুপ্রেরনা এই ফোনটা দিয়েই শুরু
সুখে আছি অনেক সুখে আসলেই তুমিই আমার গুরু।


রচনাকালঃ ১০/০১/২০১৭ ইং
উৎসর্গঃ ফোন ও আমার বন্ধুদের ভালবাসা।