তখনও আমি ছিলাম একা
একা ছিল জানালার খুব কাছের প্রতিচ্ছবিটাও
দৈনিন্দিন ধারাবাহিক রুটিনের  ন্যায়, অপেক্ষায়
ঘুমন্ত ভঙ্গিতে দেখবার বাহানায়, তোমারই আশায়-
দিন দিন করে কাটিয়ে,  অপলক চোখের চাওয়াতে
আসে একদিন
যেদিন তুমি জানালাকে ভেদ করে এসেছিলে
নিরবে আমার হৃদয় পিন্ডিতে
করেছিলে আপন মনে বসত।


তোমার নিশ্চুপ আনাগোনা আর রেশমি চুরির কঙ্কন
ঝুমুর ঝুমুর পায়ের আওয়াজ
নিয়ে আসতে থাকতে কতক্ষন
হয়ত এখন শোনা যায় না, হয়তবা সবি আছে
কেন জানি নেই তোমার অভিমানি বায়না।
সবি শূন্যে বাসমান,  এমনকি চাওয়া ও পাওয়া
না ফোটা চোখে, অপলক চাহনি
এখনও!
চোখ বুঝিলে করে দাওয়া।


তোমার হৃদয়ের মানচিত্রে আমি আছি
আমরা সবাই আছি
শুধু আমি তুমি আর জানালাটাই আলাদা