ভীষন অবাক লাগে, ভাবতে!
সঙ্গে মিশে থাকা অজস্র কষ্ট ও বটে -
নিশ্চুপ হয়ে পরে থাকতে হবে, দানবের বেশে
থাকতে হবে একাই, দোরারোগ্য ব্যাধির ন্যায়
ভালবাসাহীন পৃথিবীতে ভালবেসে
চির বঞ্চিতের মতন
একেবারে খালি শূণ্য হাতে।


ভীষন অবাক লাগে, ভাবতে!
সঙ্গে মিশে থাকা অজস্র কষ্ট ও বটে - কেননা
পরে থাকবে তোমার ইচ্ছের, রংতুলি আঁকা স্বপ্নের সব
যে স্বপ্ন সাজাতে, আমি তুমি বিভোর ছিলাম
যদিও ছিল বাকি অজানা, অনিশ্চিত ভবিষ্যত।
খুব দৌড়েছিলাম খুব এতটুকু দৌড়িয়েছিলাম যে
সকাল, সন্ধ্যা, বার এমন কি তারিখ পর্যন্ত ভুলে যেতাম
ভুলে যেতাম সমাজ-সংস্তৃতি, রীতি-নীতি, বাঁধা বিপত্তি
সব কিছু ডিঙ্গিয়ে হয়ত তোমার সংস্পর্ষে।


ভীষন অবাক লাগে, ভাবতে!
সঙ্গে মিশে থাকা অজস্র কষ্ট ও বটে - কেননা
হাসিয়াছিলে হয়ত তার বেশি কাদিয়াওছিলে
তোমার মায়ার বাঁধন আর অশ্রুসিক্ত ক্রন্দন
দু- চারটি কথার জবাব হয়তবা আমি দিতে পারিনি।
ভালবাসতাম রে,  খুব ভালবেসেছিলাম
ছলনাত করিনি।
হয়ত  বলা হবে না আমার অব্যক্ত কথা
আস্তে আস্তে আলো অথবা আধাঁরে মিশে
যাবে রে তুই হারিয়ে-
আমি চিরতরে থাকব একা।
আজ আমি একা! বড়ই একা।