আজো খাতা কলমের পৃষ্টে  খুজি তোমারই লেখাটা
দু নয়নে ভাসে ওগো তোমারই আঁকা ছবিটা।
মনে পরে যায়, কোন সে মায়ায়
পথের দাড়ে দাড়িয়ে
এই নিরালাম নিশ্চুপ হায়, তোমার ভাবনায় হারিয়ে।


আজো আসা যাওয়ার গল্পে তোমাকেই ভেবে
কেটে যায় রাতটা
নিশ্চুপ হয় পূর্ব থেকে পশ্চিম গগন
হয়তবা- পৌছে যায়, সোনালী আভায় চাঁদটা।
বুকে ধর ধর, করে মর মর তবু যেন আশা মেটে না
তুমি আমার আদরি ওগো,  নিলাম্বরীর জোৎস্না।


আজো পার্শ্ব রাস্তা ঘেঁসে খুজি ফিরি তাকে
দেখিতে হাসিমাখা মুখটা
প্রসন্ন ভয়ে, হিমসীম প্রহরে
প্রতিনিয়তই কেঁদে উঠে আমারই বুকটা
যন্ত্রনাময় মন্ত্র কষে, জানি ন তুমি কী ভাবছ
যাই ভেব না কেন,  ওগো! তুমি কিন্তু আমারই থাকছ


ওগো থেকো আমার পথ চেয়ে, আমারি অপেক্ষায়
লাল শাড়িতে দেখব বলে
হয়ে আছি নিশ্চুপ কোনঠাসায়।