খলিজা ছেদ করা বুকের জ্বালা গুলো-
তিলে তিলে পাথরের ন্যায় ভয়ঙ্কর ভঙ্গিমায়,
আমার চারপাশ জুড়ে অবাধ বিচরন
আমি অভয়ান্যে পরিত্যাক্তময় বসত ভিটা
ক্লান্তহীন শান্ত পরিবেশে গড়ে ওঠা এক
ভাসমান অযাচিত দিপ্ত-


হারিয়ে ফেলার মাঝে ক্ষুদ্র তামাশায় বিভোর
রঙ্গিলা চির সৌখিন স্বপ্ন-
মন উজার পঙক্তির ন্যায়ের বাসনায়,
এক চলমান মানববেশী যান্ত্রিক।
নহি যন্ত্রের সংস্পর্শে যন্ত্রে চালিত
তবুও যন্ত্রহীন যন্ত্রনাকাতর মানব!


হৃদয় মাজারে মগ্ন থেকে, হয়েছি দিশাহীন-
নিশ্চুপ, নিরবিচ্ছিন, নিপাত নিহীত অজানা পথ
আজ গুনে যাচ্ছি দিন দিন।