এক অভিন্ন ককপিটের বর্ননায় আমি আজ দন্ডায়মান
এক নিশিত রাতের আলোর দীপিকা হয়ে
এককোন জায়গায় আপন আপনাতে বসত গড়ে
সবকিছুই নিরবে, সন্নিধ্যে আজো ঠিকই মনে পড়ে
ভালবাসার ঐ প্রথম চিরকুট!
আর তুমার! ভিন্ন ভঙ্গিমায় ভাহারি অভিমান।


সাধ্যকায় বিরাজিত ভালবাসার অপুর্ন অংশ
অনার্জিত ছিল যেন, সর্বে সর্বদিন-
হৃদ মাজারের শেষ আশ্রয়স্থল
তার সাথে মিশে থাকা কিছু হাসি কান্না
চিরাচরিত প্রথাই কোন না কোন পন্থায়
এখনো ভালভাসি তুমিহীন।

আমি নিশ্চুপ তাই বলে ভেবনা চিরচুপ
আমি বঞ্চিত,  আজ ঘুমের শহরের চির নিদ্রিত
আমি প্রেমময়ি, প্রেম প্রিয়াসি, মক্তে তুমার প্রেমে
জংকারের মতন জীবন আমার পড়ছে খষে খষে।
আমি জানলাম কাল্পিক মাজার হয়ত একদিন
ভেঙে ছূড়ে হবে পুরে ছারখার!
ইতিহাস সাক্ষী রইল...
ছিলে হৃদয়ে,একান্তে,তুমি আমার আর আমি তোমার।।