কতকাল ধরে তোমার অপেক্ষায় ছিলোম
দু নয়ন ভরে তোমায় দেখবার
হাসিতে হাসিতে শান্ত পরশ গ্লানিতে,
করিব গুঞ্জন দুজন-দুজনার হইব আপন,
আর, আপনাতে মাতোয়ার।


কতকাল ধরে এক কোণে জড়া জীর্ণ ছিলোম
মনন্তর পিন্ডি তোমার, পাবার বাহানায়
কিংবদন্তির পরশ সাধনায় সাধ্যকার
অঞ্চল গোত্র, দেশ দেশান্তর পেরিয়ে
বেহায়ার মতন অবিকল মায়ায়।


কত না কাল, অশান্ত মন শান্ত করেছিলাম
ক্ষনিক থেকে বসত ভিটা ঘরেছিলোম
উদাসিন মগ্নে, কতনা যত্নে, অমরত্নে
শক্ত পাথরকে ধূলি কণা ভেবে,
যেন ঘুরন্ত চলমান...
আজো আমি ঘুরন্ত, তোমারি অপেক্ষায়!