হে আমার মধুর ভাষা
তুমি এত! মধুর কেন বল?
যতই উচ্চারণ করি ততই মজা পাই-
তুমি, তোমার রীতিতেই চল।


হে আমার মধুর ভাষা
তুমি এত! মধুর কেন বল?
চলিতে বলিতে গাইতে গান, যেন তুমি তোমার মতন।
কলমের খোচায় খোচায়  লিখি সংবিধান আকি বিশ্ব,
সাহিত্য,ঐতিহ্য রক্ষায় তুমিই কর সমগ্র, বিশ্বে ভ্রমন।


দেশ থেকে দেশ দেশান্তরে, আমি  তোমায় খুজে পাই
বাংলায় আমার মাতৃভাষা যেন তাহার তুলনা নাই।
ওগো আমার প্রাণ প্রিয়সি, উপারগামী ভাই
হারিয়েছ কে বলেছ? তোমরা মিশে আছো এ বাংলায়।

আমারা ভুলিনি, তোমাদের ত্যাগ,ভুলিনি ৫২
তোমাদের দেওয়া ভাষাই আজ
কলরবে মিশে মিশে আছে সমগ্র।


মাথা উচু করে বলতে পারি, স্বাধীনতা আমরা আজ
কালো মেষে ডাকা পরলেও নেই অন্ধকারের সাজ।