এই যে আবার আসিলে তুমি একা
অজানা কোন এক মূহুর্তে -নিরালায়
সন্নিদ্ধেই ছিল তোমার বিচরণ
হয়ত আমি ছিলাম ব্যস্থতায় লুকায়িত
কোন এক ঘূর্নিতে অজানায়।


বর্ণ সমুদ্রের সুবিশাল ছন্দের মাঝে
এখনও পূর্ণ বাক্যটি  রুপান্তরিত হয়নি
ফেষ্টুনের টুকরোতেও তোমায় দেখিনি?
ধারনাও হয়নি কে তুমি, আরো অজস্র ভাবনায়?
যান্ত্রিক কলমেই লিখে যাচ্ছি দিনে দিন
যেন এক অনন্য, অপ্রত্যাসিত সাধনায়।


ওহে! ভব গুড়ে কোথায় বা খোঁজব তোমায়
জানার মত কিছুই ত জানি না?
আকাশের বিশালতা দেখে ভয় হয়
কখন জানি হঠাতই থমকে যায়,
এ গল্পের, শেষ আনাগোনা?


___ সত্যিই মন থেকেই খুজেঁ ফিরি তোমায়।