বিজন সন্ধ্যার নিমীলিত তটে
কে সে আসে একা কলসি কাঁখে?
এই ভরা সন্ধ্যায়
সূর্যের রক্তিম লজ্জায়
নুপুরের গুঞ্জনে বিমোহিত আলতা রাঙ্গা পায়ে
উদাসী পথিক থেকে থেকে চায়!
কুন্তল তার ছড়িয়ে দিয়েছে সন্ধ্যা ভেজানো গায়ে
উদাসী পথিক থেকে থেকে চায়!
যামিনী লগ্নে সূর্যের হাতছানি
ভোরের বেলা দেখা হবে তা জানি
কলসি কাঁখে কোন সে রমনী যায়!
গোধূলি বেলা রক্তিম শূণ্যতায়
হাহাকার কেনো সন্ধ্যা লগ্নে
বিজন নদীর তটে
ঢেউয়ের তালে বধুয়ার কায়া
ফিরে ফিরে যেন আসে।